৫:৪১ অপরাহ্ণ
বিশ্বনাথ পৌরসভা কাউন্সিলার ফজর আলী জেলে
সিলেটের বিশ্বনাথ পৌরসভা ২নং ওয়ার্ডের কাউন্সিলার ফজর আলী এখন জেলে।
অপর কাউন্সিলার রফিক হাসানের দায়েরী একটি মারামারির মামলায় ১০জন আসামি সিলেটের জুডিমিয়াল ম্যাজিস্ট্রেট দিলরুবা ইয়াছমিনের আদালতে আজ (৬জুন) বৃহস্পতিবার হাজির হয়ে জামিনের আবেদন করলে শূনানী শেষে আদালত ৯জন আসামির জামিন মঞ্জুর করেন এবং আসামি ফজর আলীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবি সুমন পারভেজ। বিশ^নাথ নবগঠিত পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে ৯জন কাউন্সিলারের মধ্যে ৭জন কাউন্সিলার সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে অনাস্থা প্রস্তাব দাখিল করেন।
কাউন্সিলার ফজর আলী মুহিবুর রহমানের পক্ষে ছিলেন। গত ২৮এপ্রিল মুহিবুর রহমান ও কাউন্সিলারগন ৫০গজের মধ্যে পৃথক দুটি প্রতিবাদ সভার করেন। এতে উভয় পক্ষের মারামারিতে ১০জন আহত হন।
এ ঘটনায় কাউন্সিলার রফিক হাসান বাদী হয়ে ফজর আলীসহ ২৯জনের বিরুদ্ধে দন্ডবিধি আইনের ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৮০/৪২৭/১৪৩/৫০৬/১১৪ধারামতে গত ২মে মামলাটি দায়ের করা হয়। ফজর আলী থানা সদর এলাকার অত্যন্ত ধাপটের সাথে চলাফেরা করলেও তাঁকে গ্রেফতার করা হয়নি।