শুক্রবার, এপ্রিল ২৬, ২০ ২৪
বিজ্ঞপ্তি
২২ মে ২০ ২৩
১২:১০ পূর্বাহ্ণ

শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম: এড.শাহজাহান চৌধুরী

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিলেট জেলা দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট শাহজাহান চৌধুরী বলেছেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

খেলাধুলা একদিকে যেমন মনের আনন্দ দেয়, তেমনি শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে তরুণদের মনে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। তিনি বলেন, খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুনাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে।

( ১৯ মে) শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার নতুন মেঘারগাও যুব সংঘের উদ্যোগে পূর্বপাড়া মাঠে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে যুব সংঘের সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে ও ডা. হানিফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান আলী আকবর মেম্বার, হাফেজ সাদেক আহমদ।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক ছাত্রনেতা ফায়জুর রহমান, সামছুল হক, আলী আজগর, ছাত্রলীগ নেতা উমর আলী, জামির হোসেন, শামীম, আনোয়ারসহ আরো অনেকেই।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ