সোমবার, অক্টোবর ২, ২০ ২৩
জগন্নাথপুর প্রতিনিধি::
২৭ সেপ্টেম্বর ২০ ২২
৭:৫১ অপরাহ্ণ

জগন্নাথপুরে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল চাপায় হারুন মিয়া (৭০) এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলা রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের বাসিন্দা।

২৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে স্থানীয় নারিকেলতলা এলাকায় একটি মসজিদ থেকে আছরের নামাজ শেষে সড়কে হেঁটে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ হারুন মিয়া। এ সময় দ্রতগামী একটি মোটরসাইকেল চাপায় পথচারী বৃদ্ধ হারুন মিয়া গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওসমানীতে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয় ইউপি সদস্য আলাই মিয়া তা নিশ্চিত করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ