১১:৫৭ অপরাহ্ণ
সিলেটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত কখন কোথায়...
কাল বৃহস্পতিবার ঈদ-উল-ফিতরের আনন্দে মেতে উঠবে সিলেট সহ মাতবে সারা দেশ।
এবার সিলেট জেলা ও মহানগরজুড়ে প্রায় ৩ হাজার জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন এবং জেলা ও মহানগর পুলিশ সূত্রে জানা গেছে । সিলেটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরীর শাহী ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় এ জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা নোমান।
এ ঈদগাহে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান। শাহী ঈদগাহে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামাজ আদায় করবেন।
সিলেট নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় তিনটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে। হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল ৮টা ও সাড়ে ৮টায় দুটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে।
আঞ্জুমানে খেদমতে কোরআনের ব্যবস্থাপনায় নগরীর আলিয়া মাদরাসা মাঠে সকাল ৮টায় জামাত হবে।
এখানে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী। আলিয়া মাঠে নারীদের জন্যও নামাজ আদায়ের পৃথক ব্যবস্থা থাকছে।