বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০ ২৪
বিজ্ঞপ্তি
২৯ মে ২০ ২৩
১২:০ ১ পূর্বাহ্ণ

ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী
ছায়াতরু তাদের মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছে

দৈনিক পুন্যভূমি'র প্রকাশক বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেছেন, ছায়াতরু সমাজ কল্যাণ সংস্থা বিগত বছরগুলোতে তাদের মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অত্রাঞ্চলের মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছে।

অসহায় মানুষজনকে সামনের দিকে অগ্রসর করতে ছায়াতরু নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। একাধারে ৪০ দিন জামায়াতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় প্রতিযোগিতার আয়োজনে ছায়াতরু সত্যিই প্রশংসার দাবি রাখে।

তাদের এ প্রতিযোগিতার মধ্য দিয়ে অত্র এলাকার শিশু-কিশোররা নিয়মিত নামাজ আদায়ের প্রতি উৎসাহিত হবে। আমার বিশ্বাস, তারা তাদের এ প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে। আমি ছায়াতরু সমাজ কল্যাণ সংস্থার উত্তরোত্তর সফলতা কামনা করি।

আমি তাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি। শনিবার (২৭ মে) সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সামাজিক সংগঠন ছায়াতরু সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত জামাতে নামাজে উৎসাহিতকরণ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি একথা বলেন।

সিনিয়র শিক্ষক মাওলানা এম এ রবের সভাপতিত্বে ও ছায়াতরু'র সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন, ইউপি সদস্য হাফিজ মিনহাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রাশেদ আহমদ, রাবেল আহমদ, তাজু আহমদ, ইবনে সিনা হাসপাতাল মীরগঞ্জ শাখার মার্কেটিং ম্যানেজার দেলওয়ার হোসেন, আবহ'র সভাপতি ওয়াহিদুল ইসলাম তফাদার, ছায়াতরু'র সভাপতি রুহুল আমিন হামজা প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় মুরুব্বী সহ বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় ৬৫ জন বিজয়ী শিশু-কিশোরকে বাইসাইকেল সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ