৯:০ ৪ অপরাহ্ণ
জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগের আহবায়ককে সংবর্ধনা প্রদান
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক যুক্তরাজ্যে গমণ উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি বুধবার জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির অফিসে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এবং বাজার সেক্রেটারি ও উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব জাহির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক।
বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা শ্রমিকলীগের বশির আহমদ আলফু, সৈয়দ জয়তুন মিয়া, তৈমুছ আলী, শরীফ আহমদ শিপন, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ।
এতে উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক রব্বানী মিয়া, পৌর শ্রমিকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি জুনেদ আহমদ ভূইয়া, ইজিবাইক সমিতির সভাপতি শফিক মিয়া, লোকমান হোসেন, রফিক উদ্দিন, দেহার মিয়া, ডা.শাহিন আলম, নানু দেব, প্রবিন্ড দাস, আবদাল মিয়া, নুর উদ্দিন, বাদশা মিয়া, মিরপুর ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক আনর মিয়া, যুগ্ম-আহবায়ক সিরাজ খান, মন্তেশ্বর মিয়া, জিলু মিয়া, রেজাউল হক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।