বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
১৮ মে ২০ ২৩
৪:১১ অপরাহ্ণ

মাওলানা মুহিব্বুল হকের মৃত্যুতে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী'র শোক

ঐতিহ্যবাহী ‘জামেয়া কাসিমুল উলুম দরগাহ’ মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হকের (গাছবাড়ি) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক পুণ্যভূমি'র প্রকাশক বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, মাওলানা মুফতি মুহিব্বুল হকের মৃত্যুতে সিলেটবাসী একজন তুমুল খ্যাতিসম্পন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে হারালো। যে ক্ষতি কখনও পুষিয়ে উঠার নয়।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বুধবার সন্ধ্যায় মাওলানা মুফতি মুহিব্বুল হককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’ মাদ্রাসার (অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’র অন্যতম সদস্য।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ