১০ :১২ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন
কোম্পানীগঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসরের খেলা শুরু হয়েছে। রোববার কালাইরাগ সূর্যোদয় ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চিকাডহর নারাইনপুর ক্রিকেট দল ও উত্তর রাজনগর ক্রিকেট দল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ১৫৪ রান করে রাজনগর। পরে নারাইনপুর ১০০ রানে অলআউট হয়।
ফলে ম্যাচটিতে ৫৪ রানের জয় তুলে নেয় রাজনগর। রাজনগরের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন মাছুম। এবারের আসরে উপজেলার শীর্ষ ১২ দল মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। কোম্পানীগঞ্জ ক্রিকেট কাউন্সিলের আয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসরের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ।
কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, সমাজসেবক আবুল মনসুর মো: রশিদ আহমদ, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ব্যবসায়ী আনোয়ার হোসেন রবি, জয়নাল আবেদীন মেম্বার, বাহার আহমদ রুহেল, গোলজার হোসেন, ফারুকুজ্জামান রানা।
ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক আকবর রেদওয়ান মনা ও ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক কমিটির সদস্য শৈবাল শাহরিয়ার সাজন, রজন আহমেদ, শরিফুল ইসলাম ডালিম, ফখরুল ইসলাম, সুমন ভুঁইয়া, নিজাম উদ্দিন, মামুন চৌধুরী, অফিক আহমদ, রাইসুল ইসলাম রাজন, উবাইদুল ইসলাম, এখলাছ আহমেদ, আবুল হোসেন, মজফর, হারুনুর রশিদ, আব্দুল জলিল ও সঞ্জিবন সরকার প্রমুখ।