২:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি
কোম্পানীগঞ্জের বিশিষ্ট মুরব্বি আব্দুল জব্বারের ইন্তে.কাল
কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট মুরব্বি ও জামেমসজিদের মোতাওয়াল্লী, কোম্পানীগঞ্জ সমাজকল্যাণ প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি পর্তুগাল প্রবাসী লালন মিয়ার পিতা মোঃ আব্দুল জব্বার গতকাল সোমবার বিকাল ২টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্নাইলাইহি রাজিউন)।
মরহুমের নামাযে জানাজা মঙ্গলবার (৭ জানুয়ারি) পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হইবে। মৃত্যুকালে তাঁর বয়স ৫৫ বছর হয়েছিল। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কোম্পানীগঞ্জ সমাজকল্যাণ প্রবাসী পরিষদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।