১১:৫৪ অপরাহ্ণ

সিলেটে ৮৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র উদ্যেগে দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির কেন্দ্রিয় কমিটি ও ১০টি ইউনিয়ন শাখার সহযোগিতায় পবিত্র মাহে রমজান এবং করোনা ভাইরাস জনিত দুর্যোগময় সময় কর্মহীন গরিব দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১২ মে মঙ্গলবার দুপুরে সাউথ সুরমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি কেন্দ্রিয় কমিটির সভাপতি হাজী ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি’র পরিচালনায় অনুষ্ঠানে আমনন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র উপদেষ্টা আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হুসেন আহমদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি সাংবাদিক হাজি এম. আহমদ আলী, আব্দুস ছত্তার, সাংবাদিক হাজি জাহাঙ্গীর আলম মুসিক, সহ সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক বেদার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান ও নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ আলী আহমদ খান, প্রচার সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ্র, সহ প্রচার সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক, দপ্তর সম্পাদক মোস্তাকুর রহমান, ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দীন রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহেদ আলী, সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরওয়ার আলম মিথুন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন, আবুল কালাম আজাদ, ছালেহ আহমদ।
অনুষ্ঠানে ৩ লক্ষ ৫১ হাজার টাকা ব্যয়ে চাল, আলু, পিয়াজ, তৈল, লবণ ও সাবান ইত্যাদি খাদ্য সামগ্রী ৮৫০টি দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবী মোঃ ছয়েফ খাঁন, সিলাম ইউনিয়ন শাখার সভাপতি শাহ ওলিদ, সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সিনিয়র সদস্য মোশাররফ আলী বাবুল, সদস্য আব্দুস ছালাম সুহেল, নাছির আহমদ, বরইকান্দির ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল গফফার, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, তেতলী ইউনিয়ন শাখার সভাপতি শাহীন আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, দাউদপুর ইউনিয়ন শাখার সভাপতি হোসেন মাহমুদ, সাধারণ সম্পাদক এমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন, মোগলাবাজার ইউনিয়ন শাখার সভাপতি সুরঞ্জিত, সাধারণ সম্পাদক জিলু মিয়া, কামাল বাজার ইউনিয়ন শাখার সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, লালা বাজার ইউনিয়ন শাখার সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ আহমদ রাসেল, জালালপুর ইউনিয়ন শাখার সদস্য আব্দুস ছালাম সুহেল, সাইফুল হোসেন, মোস্তাকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও সিলেট সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের সম্পদ তারা সুদূর প্রবাসে থেকেও সব সময় দেশের গরিব অসহায় মানুষের কথা চিন্তা ভাবনা করেন। দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমে পাশে থাকাই তাদের লক্ষ্য উদেশ্য। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস জনিত দুর্যোগময় সময় ও মাহে রমজান উপলক্ষে দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির মাধ্যমে অসহায় মানুষদের মধ্যে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। তা নিঃসন্দেহ প্রশংসার দাবি রাখে। বক্তারা এ ধরনের মানব সেবামূলক কার্যক্রম অব্যহত রাখতে প্রবাসীদের প্রতি আহবান জানান।