মঙ্গলবার, সেপ্টেম্বর ১০ , ২০ ২৪
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২৪ জুন ২০ ২৪
৬:২৩ অপরাহ্ণ

সাদাপাথর চু.রি করতে গিয়ে আ.ট.ক ২
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর চুরির দায়ে ২জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রবিবার রাত ১২টায় ধলাই নদী থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন দক্ষিণ কলাবাড়ি গ্রামের সুরুজ আলী ও বাবুল মিয়া। এ ঘটনায় সোমবার ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, সাদাপাথর চুরির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে জিরো টলারেন্সে কাজ করছে। রোববার দিবাগত রাত ১২টায় কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে সাদাপাথর চুরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় এসআই মঞ্জুর আহমদ, এএসআই বিজয় পাশি সহ সঙ্গীয় ফোর্স ধলাই নদীর গুচ্ছগ্রাম এলাকার ৫ পিলার নামক স্থানে অভিযান চালিয়ে পাথর বুঝাই নৌকাসহ দক্ষিণ কলাবাড়ি গ্রামের বশির মিয়ার ছেলে সুরুজ আলী ও আছদ্দর আলীর ছেলে বাবুল মিয়াকে আটক করেন। এ সময় তাদের নৌকায় থাকা উত্তর রাজনগরের মতি মিয়ার ছেলে সুমন পালিয়ে যায়। নৌকা ও পাথর পুলিশ হেফাজতে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ঘাটে রাখা হয়েছে। এ ঘটনায় সুরুজ আলী, বাবুল মিয়া ও সুমনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, সাদাপাথর রক্ষায় আমাদের পুলিশ দিনরাত টহল দিচ্ছে। পাথর চুরি রোধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে মামলা দিচ্ছি। রবিবার রাতেও ২জনকে পাথর বুঝাই নৌকাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ