সোমবার, এপ্রিল ২৮, ২০ ২৫
জগন্নাথপুর প্রতিনিধি::
৬ ফেব্রুয়ারী ২০ ২৪
৯:০ ৪ অপরাহ্ণ

জগন্নাথপুরে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলার মজিদপুর শাহেদ স্পোর্টস সেন্টারে ওয়ান নাইট দ্বৈত পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সুনামগঞ্জ জেলা ও বিভিন্ন থানার ১২টি পুলিশ দল অংশ গ্রহণ করে।

এতে ফাইনাল প্রতিযোগিতায় সুনামগঞ্জ সদর সার্কেল দলকে হারিয়ে অতিরিক্ত পুলিশ সুপার দল বিজয়ী হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, শাল্লা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পৌর কাউন্সিলর সুহেল আহমদ প্রমূখ। এছাড়া পুলিশ দলের ব্যাডমিন্টন খেলাটি উপভোগ করতে উৎসুক জনতা ভিড় জমান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ