৯:১১ অপরাহ্ণ

মাহিদ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মাহিদ মেমোরিয়াল আন্তঃসেমিস্টার ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন হয়েছে।
বুধবার (৩রা মে) বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল খেলার মাঠে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জহির উদ্দিন আহমেদ উক্ত টুর্নামেন্টের উদ্ভোধন করেন। এসময় তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। মাঠের খেলাকে মাঠে উপভোগ করতে হবে।
ক্লাসের বাইরে খেলাধুলা আমাদের একে অপরের সম্পর্ককে আরও গভীর করে তুলে। জয়-পরাজয় ভুলে গিয়ে আমাদের খেলা উপভোগ করতে হবে। টুর্নামেন্টের কনভেনর মুসা ইব্রাহীম জানান, প্রতিবারের ন্যায় টুর্নামেন্টে ৬টি টিম অংশ নিচ্ছে।
যার মধ্যে রয়েছে একটি শিক্ষকদের টিম এবং বাকি ৫টি চলমান শিক্ষার্থীদের। আমরা খুবই আশাবাদী সুন্দর একটা টুর্নামেন্ট দর্শক মহলকে উপহার দিতে পারবো। তিনি আরও বলেন, আমাদের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী মাহিদের নামে প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে। তিনি ২০১৮ সালে সিলেট বাস স্টেশনে ছিনতাইকারীদের হাতে খুন হোন।