৭:৩০ অপরাহ্ণ
তিতাসের স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ আসামিকে আদালতে প্রেরণ
কুমিল্লার তিতাসে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ আসামিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। তিতাস থানা সূত্রে জানা যায়, থানার এসআই জাহিদুল হক সঙ্গীয় অফিসার-ফোর্স সহ র্যাবের সহায়তায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
ডাকাতদের দেয়া তথ্য মতে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি মিনি পিকআপ ও ১ টি মাঝারি ট্রাক জব্দ করা হয়। গত ৩১ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৩.৩৫ টার দিকে তিতাস থানার মামলা নং-১০, তারিখ-২৪/০১/২০২৪খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড সংক্রান্তে ঘটনায় জড়িত পলাতক আসামি ছাইদুল চোকদার (৩৯), পিতা-মৃত হালান চোকদার, মাতা-মোসাঃ ছবের জান, সাং-পাকদি (চোকদার বাড়ী), মাদারীপুর পৌরসাভা ০৭নং ওয়ার্ড, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর,বশির মোল্লা (২৬) ও মোঃ বাবু মোল্লা(২৪), উভয় পিতা-কালাম মোল্লা, মাতা-হাসিনা বেগম, সাং-বুদুল্লা, সাহেবের হাট, থানা-বরিশাল সদর (কোতয়ালী), জেলা-বরিশাল, মোঃ মিজানুর হাওলাদার (৩০), পিতা-মৃত আঃ রশিদ, মাতা-মোমেলা বেগম, সাং-পাগলা (হাওলাদার বাড়ী), থানা-দুমকী, জেলা-পটুয়াখালী, এ/পি-ধনিয়া আদর্শ বালিকা বিদ্যালয় রোড, কানার পুকুর মাষ্টার বাড়ীর ভাড়াটিয়া, থানা-কদমতলী, ডিএমপি, ঢাকা, মোঃ মাহদী হাসান ইমন(২৫), পিতা-হারুন-অর রশিদ, মাতা-শারমিন আক্তার, সাং-কামারগ্রাম, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর, এ/পি-ধোলায়পাড় বাজার, কবিরাজবাগ গলি, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি ঢাকাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৫ আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।