সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
জকিগঞ্জ প্রতিনিধি::
১৮ অক্টোবর ২০ ২৪
৮:১৪ অপরাহ্ণ

জকিগঞ্জে ছাত্র মজলিসের সহযোগী সদস্য সমাবেশ : উপজেলা পূর্ব ও পশ্চিমের কাউন্সিল সম্পন্ন

জকিগঞ্জে ইসলামি ছাত্র মজলিসের কাউন্সিল উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার সময় স্থানীয় একটি মিলনায়তনে জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখা সভাপতি ফজলুল করিম সভাপতিত্বে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি ছালমান আহমদ। সমাবেশে সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪-২০২৫ সেশনের জন্য জকিগঞ্জ উপজেলা পূর্ব ও পশ্চিম শাখার কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে মিনহাজুল হক রিফাতকে সভাপতি ও জামিল আহমদ রশিদীকে সেক্রেটারি করে উপজেলা পূর্ব শাখা গঠন করা হয়। তাছাড়া মো. ফজলুল করিমকে সভাপতি ও খাইরুল ইসলামকে সেক্রেটারি করে উপজেলা পশ্চিম শাখার কমিটি গঠন করা হয়।

নির্বাচন কার্যক্রম পরিচালনা ও নির্বাচিত দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি ছালমান আহমদ। সমাপনী অধিবেশনে জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখার নব নির্বাচিত সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে এবং উপজেলা পূর্ব শাখা সভাপতি মিনহাজুল হক রিফাতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি ছালমান আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি মুজিবুর রহমান খান, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি এবাদ উদ্দিন, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি আহমদ আব্দুল কুদ্দুস, যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হামিদ জালাল, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সেক্রেটারি আবুল কাসেম সিদ্দিকী, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা মাদ্রাসা ও পাঠাগার সম্পাদক ইমরান হোসাইন, উপস্তিত ছিলেন ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সাবেক সভাপতি আহমেদ গুলজার, খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের সাবেক দায়িত্বশীল বৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ