৬:২৬ অপরাহ্ণ
জকিগঞ্জে রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মীলাদ ও দুআ মাহফিল
জকিগঞ্জে জনপ্রিয় টিভি উপস্থাপক, ছড়াকার, গণমাধ্যমকর্মী রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের খলাদাফনিয়া গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে রবিবার বাদ জোহর কুরআন খতম, দুআ ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মরহুম রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর সহকর্মী, আত্মীয় স্বজন, এলাকার গণ্যমান ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ গ্রহন করেন। সকাল ১১ টার সময় মরহুম রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
দুআ মাহফিলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ বাজার মসজিদের খতীব মাওলানা আজিজুর রহমান তাপাদার, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুর রহিম কামালী, ইছামতি দারুল উলূম কামিল (এম.এ) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, ভাইস প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত ও মাওলানা ওয়ারিস উদ্দীন তাপাদার, সহকারী অধ্যাপক আব্দুল হাকিম চৌধুরী, আরবী প্রভাষক মাওলানা লতিফ শামীম, মাস্টার নজরুল ইসলাম, রিসালার শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠাতা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, জামাল আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, জনপ্রিয় নাশিদ শিল্পী মাহমুদ আব্দুল কাদির, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদুল হক, সুনামগঞ্জ পুলিশ লাইনের এসআই হাসান আহমদ চৌধুরী, চুনারুঘাট থানার এসআই আখতার মাহমুদ চৌধুরী ও মানবসেবা ফাউন্ডেশন ও জেডিসির সদস্যবৃন্দ প্রমুখ।
রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী ছিলেন জকিগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল জকিগঞ্জ টিভির জনপ্রিয় উপস্থাপক ছাড়াও একাধারে ইসলামী নাশীদ শিল্পী, এবং বহু গুণসমৃদ্ধ ব্যক্তিত্ব।
তিনি ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ'র আবৃত্তি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। রিসালাহ'র ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত তাঁর কন্ঠে গাওয়া 'আমরা ভুলে যাই এই পৃথিবী নয়তো আসল ঠিকানা' নাশীদটি ব্যাপক শ্রোতাপ্রিয় হয়। রেদ্বওয়ান মাহমুদ স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে লেখালেখি করতেন এবং বিভিন্ন জাতীয় দৈনিকের ফিচার লেখক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান এবং সৃষ্টিশীলতা জকিগঞ্জের সংস্কৃতি ও মিডিয়ায় এক অবিস্মরণীয় ছাপ রেখেছে।