৮:৫৯ অপরাহ্ণ
জগন্নাথপুরে পতিত জমি আবাদের আওতায় আনতে সরিষা প্রদর্শনী মাঠ দিবস
সুনামগঞ্জের জগন্নাথপুরে সকল পতিত জমি আবাদের আওতায় আনতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়নে একের পর এক নানা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
জমি অনুপাতে আমন ধান, বোরো ধান, আউশ ধান, শাক-সবজি, সরিষা, ফল-ফুল সহ সকল প্রকার খাদ্যশস্য আবাদের মাধ্যমে ক্রমান্বয়ে পতিত জমিগুলো আবাদের আওতায় আনা হচ্ছে। এরই অংশ হিসেবে ৭ ফেব্রুয়ারি বুধবার জগন্নাথপুর পৌর এলাকার হাসিমাবাদ হাওরে আবাদকৃত সরিষা প্রদর্শনী উপলক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমূখ।
এতে উপজেলা কৃষি অধিদপ্তরের সকল উপ-সহকারী কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের সুধীজন ও উৎসাহি কৃষকগণ অংশ গ্রহণ করেন। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, সরকারি কৃষি প্রণোদনার মাধ্যমে এ হাওরের ১০০ বিঘা জমিতে ক্লাস্টার আকারে সরিষা আবাদ করা হয়েছে। এভাবেই একের পর এক জগন্নাথপুরে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আসছে।