৪:১২ অপরাহ্ণ

তিতাসে মরহুম আবদুল কাদির চেয়ারম্যান স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট
কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদির ভূইয়ার স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে উপজেলার কাপাশকান্দি গ্রামের খেলার মাঠে মরহুম আবদুল কাদির চেয়ারম্যান স্মরণে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির।
মরহুম আবদুল কাদির চেয়ারম্যান এর সুযোগ্য পুত্র ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো.আমির হোসেন এর সভাপতিত্বে খেলার উদ্বোধক ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন ভূইয়া, বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক আবদুল আজিজ মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন কুতুব, রুবেল মেম্বার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, উপজেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মো.সায়েম সরকার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.আলাউদ্দিন আহমেদ, বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিকসহ বিভিন্ন গ্রাম থেকে আগত খেলা প্রেমীরা।