বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০ ২৩
বিজ্ঞপ্তি::
৮ ফেব্রুয়ারী ২০ ২৩
৮:২৯ অপরাহ্ণ

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় তালামীযে ইসলামিয়ার শোক ও সমবেদনা

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন এক যৌথ বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ার জনগণের প্রতি শোক ও সমবেদনা জানান।

নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষ নিহত এবং আহত হয়েছেন। এ ঘটনা আমাদের মর্মাহত ও ব্যথিত করেছে। ভূমিকম্পে নিহতদের মহান আল্লাহ শাহাদাতের দরজা নসীব করুন এবং আহতদের প্রতি আল্লাহ সহায় হোন ও সুস্থতা দান করুন। এ ঘটনায় অসংখ্য বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবেশগত বিপর্যয় ঘটেছে।

সবকিছু মিলিয়ে তুরস্ক ও সিরিয়ার সরকার ও জনগণ একটি ভয়াবহ সময় পার করছে। আমরা তুরস্ক ও সিরিয়ার জনগণের প্রতি সমবেদনা জানাই এবং এ অবস্থা যেন তারা দ্রুত কাটিয়ে উঠতে পারেন সেই কামনা করি। নেতৃবৃন্দ ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।

উদ্ধারকার্যে যারা এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানান এবং মুসলিম দেশগুলোসহ সারা বিশ্বকেও এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি, সোমবার স্থানীয় সময় ভোর ৪.১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকার কয়েকটি শহর ৭.৮ মাত্রার এ ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

এর ১১ মিনিট পরই আঘাত হানে ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প। তুরস্ক-সিরিয়া ছাড়াও এ ভূমিকম্প পার্শ্ববর্তী সাইপ্রাস ও লেবাননেও অনুভূত হয়। তুরস্কের কাহরামানমারাস থেকে ৬৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠের ২ কিলোমিটার নিচে উৎপত্তি হওয়া শক্তিশালী এ ভূমিকম্পটি তুরস্ক ও সিরিয়ার ১৫টির বেশি শহরে আঘাত হানে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সর্বশেষ খবর অনুযায়ী, তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এ সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে বলে আশংকা করা হচ্ছে। অসংখ্য মানুষ এখনো ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে। তুরস্কে প্রায় ২৫ হাজার উদ্ধারকর্মী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় কাজ করছে। ইতিমধ্যে ১৭ হাজারের বেশি আহত মানুষকে উদ্ধার করা হয়েছে। তুরস্কে এটি শতাব্দীর সবচেয়ে ধ্বংসাত্মক ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে। তুরস্ক ও সিরিয়ার আহবানে সাড়া দিয়ে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ