৮:২১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে স্থানীয় সরকার দিবসের সমাপনী ও পুরস্কার বিতরণ
কোম্পানীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল, উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম প্রধান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটির সূচনা হয়।
এদিন উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। উন্নয়ন মেলায় উপজেলার ১২টি সরকারি প্রতিষ্ঠানের স্টল ছিল।