৬:৪৪ অপরাহ্ণ
শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে
জকিগঞ্জে মর্নিংস্টার স্কুলে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
শিক্ষার্থীদেরকে শিক্ষার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহযোগিতা করা, সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করা এবং বড়দের সম্মান, ছোটদের স্নেহ এবং সহপাঠিদেরকে ভালোবাসতে হবে। দেশ ও সমাজ বিরোধী কোন কাজে সম্পৃক্ত হওয়া যাবে না।
তথ্য-প্রয়ুক্তির ইতিবাচক দিক গ্রহন করে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে দক্ষ করে তুলতে হবে। শনিবার দুপুরে জকিগঞ্জে কামালগঞ্জ মর্নিং স্টার কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
মর্নিং স্টার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আসমা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ফারহানা ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, সাংবাদিক মেহেদী হেলাল। বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষক রোমান উদ্দীন চৌধুরী, মাছুমা জান্নাত, সাহিদা আক্তার সাকি, রোমানা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র আবু উবায়দা। অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করে স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী সৈয়দা ওয়াজিবাহ রাহমি, ৪র্থ শেণির শিক্ষার্থী হাফিজা জান্নাত, মারওয়া ও তার দল উম্মে ছাওদা রিদা ও তার দল। তাছাড়া গান পরিবেশণ করে সোলাইমান হোসেন আবিদ (৫ম শ্রেণি) মাইশা ইসলাম (৪র্থ শ্রেণি) উম্মে ছাওদা রিদা (৫ম শ্রেণি), জান্নাতুল মাওয়া (২য় শ্রেণি)।