বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০ ২৩
জগন্নাথপুর প্রতিনিধি::
২৯ জানুয়ারী ২০ ২৩
৭:৩৪ অপরাহ্ণ

ছাতকে ট্রাক্টর চাপায় তরুণের মৃত্যু

সুনামগঞ্জের ছাতকে মাটিভর্তি ট্রাক্টর চাপায় ইমন মিয়া (১৭) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ছাতক উপজেলার হায়দপুর গ্রামের মিরাস মিয়ার ছেলে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশ সূত্র জানান, ২৯ জানুয়ারি রোববার ছাতকের শ্রীপতপুর গ্রাম এলাকায় মাটিভর্তি ট্রাক্টর চাপায় ইমন মিয়া গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নাত আরা ফেরদৌস জানান, হাসপাতালে আসার অনেক আগেই হতভাগ্য ইমন মিয়ার মৃত্যু হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ