৩:৩১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শনিবার ( ৮ জুন) বেলা ১১টায় সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন কোম্পানীগনঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমদ।
ইউনিয়ন ভূমি তহসিলদার, শিপলু কুমার দে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা শামীম আহমদ, সার্ভেয়ার মোহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমদ, বলেন, দালাল মুক্ত ভূমি অফিস করতে যা যা প্রয়োজন সবকিছুই করবো এবং নামজারি করতে ৭০ টাকা আবেদন ফিস এবং ১১০০ টাকা ডিসিআর বাবদ ফিস দিতে হবে, এর বাহিরে কেউ টাকা চাইলে আমাকে জানাবেন আমি যথাযথ ব্যবস্থা নেব।