৭:২৩ অপরাহ্ণ
আমিরাতে প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আব্দুস সামাদ (৪৩) নামে এক প্রবাসী বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২ টার দিকে ফজিরাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামাদ কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কুরবানপুর এলাকার রফিক মিয়ার প্রথম পুত্র। দুবাই প্রবাসী সাব্বির আহমদ সিপু জানান, সামাদ গত ২০ বছর থেকে সংযুক্ত আরব আমিরাতের ফজিরাতে থাকেন। সেখানে একটি কোম্পানিতে ওয়ার্কশপে ওয়েলডিং এর কাজ করতেন।
প্রতিদিনের মতো রবিবার সকালে ফজিরা এলাকায় ২ সহযোগীকে সাথে নিয়ে দোকানে কাজ করতে যান সামাদ। সেখানে দুপুর ২ টার দিকে দোকানের পাশের বিল্ডিংয়ের নীচে তিনজন একসাথে দুপুরের খাবার জন্য যান।
এসময় উপর থেকে নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়লে ঘটনাস্থলে পাকিস্তানের একজনের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সামাদ ও তার সহযোগীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত ৩ জনের মধ্যে দুজন বাংলাদেশী। তাদের বাড়ি মৌলভীবাজার ও কুমিল্লায়। অন্যজন পাকিস্তানের। বর্তমানে এই প্রবাসীদের মরদেহ দুবাই ফজিরা এলাকায় কালভা নিউ হসপিটালে মর্গে রাখা হয়েছে।