৮:৫৩ অপরাহ্ণ

কমলগঞ্জে দরিদ্র শিক্ষার্থীকে স্কুলড্রেস বিরতরণ ও বিদ্যালয়কে প্রবাসীর আর্থিক অনুদান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রায় অর্ধশত জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুর ১ টায় মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের উপদেষ্টা মো.সলমান আলীর সভাপতিত্বে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভিন।
মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য গোলাম রব্বানী তৈমুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ বাজারের প্রবীন ব্যবসায়ী ও কমলগঞ্জ কেন্দ্রীয় দূর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল শাহা,মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলা কান্ত সিংহ,স্কুল বাস্তবায়ন কমিটির সদস্য মুন্না রায়,কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু,সম্পাদক শাহিন আহমদ,অরণ্য নিবাস ইকো রিসোর্ট পরিচালনা কমিটির সদস্য এহসান কবির সবুজ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মো.নোমান আলী, কয়েস আহমদ, রুহেল তরফদার,মাছুম আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে দাতা পরিবারের সদস্য গোলাম সোবহানি কালামসহ মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্কুল ড্রেস বিতরণ শেষে মকবুল আলী উচ্চ বিদ্যালয়ে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী মো.মুজিবুর রহমান সামছু।এসময় অনুদানের চেক বিদ্যালয় পরিচালনা কমিটির হাতে তুলে দেন মো.আজিজুর রহমান সাচ্চু ও মো. জাহিদুর রহমান রাজু।