৮:২৮ অপরাহ্ণ
ছাত্রদল নেতা মো. মোসাহেদুরের উপরে সন্ত্রাসী হামলা
সিলেট জেলা ছাত্রদলের সদস্য মো মোসাহেদুর রহমানের উপর শনিবার আনুমানিক সাড়ে পাঁচটার সময় তার নিজ এলাকা দক্ষিণ সুরমার কামাল বাজারে এ হামলা ঘটে।
মোসাহেদুরের মাতা আলেয়া খাতুন সাথে কথা বলে জানা যায়, সিলেট জেলা ছাত্রদলের সদস্য মোসাহেদুর সিলেট কোর্ট পয়েন্টে বিএনপির মিছিল গিয়েছিল।
মিছিল থেকে ফেরার পথে বাড়ির সামনে আসতেই তাঁর নিজ এলাকার কিছু আওয়ামীলীগ লীগ সন্ত্রাসীরা লাঠি সোটা নিয়ে ছাত্রদল নেতা মোসাহেদুরের ওপর হামলা চালায় এবং বেধড়ক মারপিট করে রাস্তায় ফেলে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মোসাহেদুর কে সিলেটের একটি হসপিটালে ভর্তি করা হয়।
মোসাহেদুরের মাতা আরো বলেন যারা আমার ছেলেকে হামলা করেছে তারা এলাকার প্রভাবশালী এবং আওয়ামী লীগ সন্ত্রাসী, তারা আমাদেরকে প্রতিনিয়তই হয়রানি এবং হুমকি দিয়ে আসছে।
থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন কিনা না তা জানতে চাইলে মোসাহেদুরের মাতা বলেন, আমরা ভয়ে কাওকে কিছু বলতে সাহস পাচ্ছি না যেহেতু মোসাহেদুরের বাবা ও বেছে নেই। এমন কি পুলিশের কাছে গেলে তারা মামলা নিতে রাজি হয়নাই।