শনিবার, জানুয়ারী ১৮, ২০ ২৫
জগন্নাথপুর প্রতিনিধি::
১৩ এপ্রিল ২০ ২৪
৭:১৬ অপরাহ্ণ

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ২, থানায় মামলা দায়ের

সুনামগঞ্জের জগন্নাথপুরে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আশিঘর গ্রামে।

জানাগেছে, চিলাউড়া আশিঘর গ্রামের মৃত শানুর মিয়ার ছেলে শাহরিয়ার শাকিব ও মৃত হারিছ উল্লার ছেলে আরজু মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে।

এরই জের ধরে গত ২১ মার্চ দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় শাহিরয়ার সাকিব পক্ষের জহিরুল ইসলাম ছাদ (৪০) ও সজীব মিয়া (১৭) সহ দুই জন আহত হন।

আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় শাহরিয়ার শাকিব বাদী হয়ে প্রতিপক্ষের মৃত হারিছ উল্লার ছেলে আরজু মিয়া, মৃত এলাইছ মিয়ার ছেলে ছুরত আলী, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মৃত আরমান উল্লার ছেলে দুলু মিয়া ও মৃত জায়ফর উল্লার ছেলে জামাল মিয়া সহ ৬ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

মামলা নং-০৪, তারিখ-০৫/০৪/২০২৪ইং। এদিকে-এ ঘটনা নিয়ে অপপ্রচারের ঘটনায় আহত পরিবার সহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে আহত জহিরুল ইসলাম ছাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমরা ন্যায় বিচার চাই।

ঘটনা ঘটে ২১ মার্চ। মামলা থেকে বাঁচতে চতুর আরজু মিয়া ২৪ মার্চ যুক্তরাজ্যে চলে গেছেন। তখন আমরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সংঘর্ষের ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল এ ধরণের ঘটনা হয়নি বলে মিথ্যাচার ও অপপ্রচার করছে। যা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার অপপ্রয়াস।

আমি ও আমরা এসব মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ন্যায় বিচার প্রার্থনা করছি।

এ সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ