রবিবার, জুন ৪, ২০ ২৩
জগন্নাথপুর প্রতিনিধি::
২২ মার্চ ২০ ২৩
৭:০ ৭ অপরাহ্ণ

জগন্নাথপুরে সরকারি জায়গা থেকে মাটিকাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি জায়গা থেকে এস্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটিকাটার দায়ে সাহান মিয়া নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি নবীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের রাজা মিয়া ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি গ্রামে বসবাস করছেন। জানাগেছে, ২১ মার্চ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলামের নেতৃত্বে বড়ফেছি বাজার এলাকার নদীতীর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে নদীতীর ও পিআইসি প্রকল্পের বাঁধ এলাকায় সরকারি জায়গা থেকে মাটিকাটার দায়ে সাহান মিয়াকে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জগন্নাথপুর উপজেলা ভূমি অফিসের নাজির ফয়সল চৌধুরী, সার্ভেয়ার মুহিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার দায়ে সাহান মিয়াকে অর্থদন্ড প্রদান করা হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাজেদুল ইসলাম জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ