মঙ্গলবার, ডিসেম্বর ১০ , ২০ ২৪
জগন্নাথপুর প্রতিনিধি::
৯ জুন ২০ ২৪
৫:২৬ অপরাহ্ণ

জগন্নাথপুরে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। প্রতি বছরের এ সময়ে জগন্নাথপুর সদর বাজারে অস্থায়ী পশুর হাট বসে। সপ্তাহের রোববার ও বুধবার স্থানীয় হেলিপ্যাড মাঠে হাট বসে থাকে।

এরই অংশ হিসেবে ৯ জুন রোববার পশুর হাট বসেছে। হাটটি হেলিপ্যাড মাঠে বসলেও তা ছাড়িয়ে যায় পৌর পয়েন্ট ও রাণীগঞ্জ রোড এলাকায়। হাটে বিক্রেতারা সারিবদ্ধভাবে সাজিয়ে রাখেন দেশি ও বিদেশি গরু।

ক্রেতারা গরু পছন্দ শেষে দামদর করে কিনছেন। তবে হাটে গরুর আমদানী অনুপাতে তেমন বিক্রি হচ্ছে না বলে বিক্রেতাদের মধ্যে অনেকে জানান।

যদিও ক্রেতাদের মধ্যে কয়েকজন জানান, জগন্নাথপুরে বন্যার পানি বেড়ে যাওয়ায় এখনই গরু কিনতে চাই না। ঈদের ২/১ আগে কিনবো।

যে কারণে পছন্দের গরুর আমদানী হলেও কাঙ্খিত বেচাকেনা হচ্ছে না। হাট ইজারাদার পক্ষের হাজী ইকবাল হোসেন ভূইয়া বলেন, এবার গরুর দাম মানুষের ক্ষয়-ক্ষমতার মধ্যে রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ