সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
১৮ নভেম্বর ২০ ২৪
৪:২০ অপরাহ্ণ

নৈতিকতাসম্পন্ন মেধাবী সুনাগরিক তৈরীতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই -----ড. মো: আব্দুর রব
আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেটের মতবিনিময়

মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুর রব বলেছেন, শুধু মেধাবী হলেও আদর্শবান মানুষ হওয়া যায়না। কারণ নৈতিকতা না থাকলে মেধাবী হয়েও ভালো থাকা যায়না। এজন্য প্রয়োজন নৈতিকতাসম্পন্ন শিক্ষা। কিন্তু বিগত সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে।

এর ফলে তরুণ প্রজন্ম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে মানসম্মত সময়োপযোগি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা অতীব জরুরী। কারণ নৈতিকতা মেধাবী সুনাগরিক তৈরীতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তিনি রোববার রাতে আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগর শাখার উদ্যোগে ফেডারেশন অন্তর্ভুক্ত সকল শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি প্রফেসর ড. মাহবুবে এ এলাহির সভাপতিত্বে ও সেক্রেটারি মো: জসীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আদর্শ শিক্ষক ফাডারেশন সিলেট মহানগরীর সহ-সভাপতি মো: আব্দুস শাকুর। স্বাগত বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেরারেশন সিলেট অঞ্চলের সমন্বয়ক মো: জাহেদুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. রেজাউল ইসলাম, অধ্যক্ষ গোলাম রাব্বানী, ড. আবুল হোসেন মোহাম্মদ সুলায়মান, প্রফেসর আকবর হোসেন, আবু নছর মোহাম্মদ সুফিয়ান, মাওলানা মোশাহীদ আহমদ ও মোস্তফা কামাল প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন আলী আক্কাস মোল্লা ও ইসলামী সংগীত পরিবেশন করেন আব্দুল আলী শাহীন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ