সোমবার, নভেম্বর ৪, ২০ ২৪
ফারুক আহমেদ,ধর্মপাশা::
২১ অক্টোবর ২০ ২৪
৮:৫৮ অপরাহ্ণ

ধর্মপাশায় যুবলীগ নেতা দ্রুত বিচার আইনের মামলায় গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিকজান গ্রামের বাসিন্দা ও উপজেলা যুব*লী*গের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম তপন (৪২) কে রবিবার (২০অক্টোবর) বিকেল সোয়া চারটার দিকে উপজেলা সদরের বিজয়-২৪ চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক প্রতিদিনের সংবাদকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলা*কা*লীন সময়ে আইনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়।

মামলা নম্বর -০৫(০৯)২৪। এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে রোব*বার (২০অক্টোবর) বিকেল সোয়া চারটার দিকে উপজেলা সদরের বিজয়-২৪ চত্বর থেকে রেজাউল করিম তপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ