বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০ ২৪
জগন্নাথপুর প্রতিনিধি::
২৬ নভেম্বর ২০ ২১
১:০ ৭ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জনতার ঢল

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থী সহ জনতার ঢল নেমেছে। প্রায় সকল প্রার্থী খন্ডখন্ড মিছিল সহকারে এসে মনোনয়নপত্র দাখিল করেন। যে কারণে লোকে লোকারণ্য হয়ে উঠে উপজেলা পরিষদ চত্বর সহ পৌর শহর।

২৫ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ১নং কলকলিয়া ইউনিয়নে আলাল হোসেন রানা, ২নং পাটলি ইউনিয়নে আংগুর মিয়া, ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আবদুল গফুর, ৬নং রাণীগঞ্জ ইউনিয়নে ছদরুল ইসলাম, ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আবুল হাসান, ৮নং আশারকান্দি ইউনিয়নে আবদুস ছাত্তার ও ৯নং পাইলগাঁও ইউনিয়নে সুন্দর উদ্দিন।

এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া, চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বকুল, পাইলগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মখলুছ মিয়া সহ আরো কয়েকজন।

ইউপি সদস্য পদে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান ইউপি সদস্য রনধীর কান্তি দাস রান্টু, ২নং ওয়ার্ডের প্রার্থী নোমান আহমদ জুয়েল, ৩নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান ইউপি সদস্য বাবুল মাহমুদ, ৮নং ওয়ার্ডের প্রার্থী মহি উদ্দিন, ৪নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান ইউপি সদস্য সুজাত মিয়া, ৩নং ওয়ার্ডের প্রার্থী লিলু মিয়া, ৬নং ওয়ার্ডের প্রার্থী সাবেক ইউপি সদস্য নুরুল হোসেন ও পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান ইউপি সদস্য মধু মিয়া, ৮নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান ইউপি সদস্য শওকত আলী, ৮নং ওয়ার্ডের প্রার্থী ফজলু মিয়া, ৯নং ওয়ার্ডের প্রার্থী বর্তমান ইউপি সদস্য দুরুদ মিয়া সহ অনেকে। প্রসঙ্গত-আগামী ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর ও ৭ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ