বৃহস্পতিবার, অক্টোবর ১০ , ২০ ২৪
স্টাফ রিপোর্ট::
১৫ জুলাই ২০ ২৪
১২:২৫ অপরাহ্ণ

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সিরাজুল ইসলামের বাড়িতে হামলা-ভাংচুর, গুরুত আহত ৪ জন

যুক্তরাজ্য প্রবাসী ও সিলেট জেলা বিএনপি নেতা, বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের বাড়িতে হামলা- ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় তার মাতা ও পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন।

জানাগেছে, ১৫ই জুলাই (সোমবার ২০২৪ইং) রাতে সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ থানার, ২নং খাজাঞ্চী ইউনিয়নের করমকুলাপ্রতি গ্রামের মৃত ইনতিয়াজ আলীর ছেলে সিরাজুল ইসলামের বাড়িতে সন্ত্রাসীরা বাড়িঘুর ভাংচুর, হামলা চালিয়ে তার মাতা ও পরিবারের সদস্যদের কুপিয়ে আহত করেছে। পরিবারের সদস্যদের আত্মচিৎকারে এলাকার লোকজন এসে বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুল ইসলামের মাতা ফাতেমা বেগম (৭৫), ও চাচা মো: রইস আলী (৮৫), চাচাতো ভাই রায়হান আলী (২৫), এবং নিজাম ইসলাম (৩৫) কে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান।

বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। প্রবাসী বিএনপি নেতা সিরাজের মা ফাতেমা বেগম (৭৫) জানান, রাত প্রায় সাড়ে ১০ টার দিকে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়ির প্রধান ফটক ভেঙে ভিতরে ঢোকে আমাকে ও পরিবারের সদস্যদেরকে বেদড়ক মারপিট করে ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে পালিয়ে যায়।

যাওয়ার সময় সন্ত্রাসীরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান করে। সন্ত্রাসীরা আয়ামীলীগ নেতা হিসেবে তাদের পরিচয় দেয় এবং জানতে চায় আমার ছেলেরা কোথায় আছে এবং সিরাজ কেন বর্তমান আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে। তারা আরো হুমকি দেয় যে, যদি সিরাজুল ইসলাম আর বর্তমান সরকারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে তাহলে পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি প্রদান করে।

সিরাজের মা আরো বলেন, এরা সবাই আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। বর্তমানে আমরা খুবই দুশ্চিনতা, আতঙ্ক, অনিশ্চতায় জীবনযাপন পার করছি। যে কোন সময় সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের উপর আবারও হামলা করতে পারে। এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ বলেন, খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কে বা কারা হামলা করেছে আমরা তদন্ত করছি। সার্বিক পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করতে গেলে মামলা নেয়নি পুলিশ। উল্লেখ্য: সাবেক এমপি ও বিএনপি নেতা এম ইলিয়াস আলী এখনো নিখোঁজ গত ২০১২ সালের ১৭ই এপ্রিল। রাত তখন ১২টা ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন।

গুমের প্রতিবাদ জানিয়ে ২৩ই এপ্রিল বাংলাদেশ বিরোধী দল বিএনপির দেশব্যাপী হরতালের ডাক দেয়। হরতাল দ্বিতীয় দিন ২৪ই এপ্রিল এম ইলিয়াস আলীর নিজ জন্মস্থান সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশের ও আওয়ামীলীগের সংগঠনের সন্ত্রাসীদের সাথে ব্যাপক সংঘর্ষে দুজন বিএনপিকর্মী নিহত ও হাজার হাজার নেতাকর্মী আহত হন।

পরবর্তীতে এম ইলিয়াস আলীর আস্থাবাজন নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি, মামলা নির্যাতন শুরু হয়। পুলিশ আওয়ামীলীগের সন্ত্রাসরী বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা লুটপাট করে। সেই ধারাবাহিকতায় সিরাজুল ইসলাম বিএনপি নেতা এম ইলিয়াস আলীর আস্থাবাজন নেতা হওয়া তার বাড়িতে বার বার পুলিশী তল্লাশি, পরিবার হুমকির শিকার হন। সে সময় জীবন বাচাঁতে হাজার হাজার নেতাকর্মীরা বাড়ি-ঘড় ছেড়ে পালিয়ে যান। তার পর থেকে এখন পর্যন্ত বিএনপি নেতা ও সাবেক সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ