৩:০ ৯ অপরাহ্ণ
জুলাই বিপ্লব উপলক্ষে ধর্মপাশায় স্মরণসভা ও দোয়া
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত এবং শহিদদের স্মরণে বৃহস্পতিবার (২৮নভেম্বর) দুপুর ১২টার দিকে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন এতে সভাপতিত্ব করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সঞ্চালনে বক্তব্য দেন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবীর সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, পল্লী জীবীকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারী মুখলেছুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন আজাদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় প্রতিনিধি শিক্ষার্থী আশরাফুল আলম আরিফ, ফারুক আহমেদ, জহিরুল ইসলাম, আন্দোলনে আহত বজলু রহমান, আহত মোবারক হোসেনে পিতা মুরাদ আলী, আহত মোঃ সামিরুলের বোন শারমিন আক্তার, আহত তানভীর আহমেদের চাচা জয় আহমদ, সাংবাদিক ফারুক আহমেদ, প্রমুখ।
সভা শেষে এই উপজেলায় ১২জন আহত ও একজন শহীদ সহ সারা দেশে আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।