রবিবার, অক্টোবর ১, ২০ ২৩
বিজ্ঞপ্তি::
২৫ আগস্ট ২০ ২৩
৫:২২ অপরাহ্ণ

লালাবাজারে বিশিষ্ট শিক্ষানুরাগী এহিয়া চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী পালন

লালাবাজার স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি,বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব ফজলুল গনি চৌধুরী (এহিয়া চৌধুরী)র ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৩) দুপুরে লালাবাজার স্কুল এন্ড কলেজ হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক কাজী মোঃ আব্দুল মালিকের পরিচালনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন, লালাবাজার স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য লায়েক আহমদ জিকু, গভর্নিং বডির সদস্য গৌছ আলীসহ স্কুল ও কলেজ শাখার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

সভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা করা হয় এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

উল্লেখ্য, দক্ষিণ সুরমার খালপাড় চৌধুরী বাড়ির কৃতিসন্তান, লালাবাজার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব ফজলুল গনি চৌধুরী (এহিয়া চৌধুরী) ২০১৮ সালের ২৪ আগস্ট সিলেট নগরীর শিবগঞ্জস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ