বুধবার, ডিসেম্বর ১১, ২০ ২৪
বিশেষ প্রতিনিধি ::
১৫ জুলাই ২০ ২৪
১২:২২ অপরাহ্ণ

সিলেট ৩ আসনের মানুষের জন্য কাজ করতে চান সবুর হোসেন 

সিলেট - ৩ আসনের মানুষের জন্য কাজ করতে চান হাজী মৌলুল ট্রাস্ট-এর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোঃ সবুর হোসেন।তিনি তার পিতার আদর্শকে অনুসরণ করে এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন। যথাসাধ্য সহযোগীতার চেষ্টা করে যাচ্ছেন। 

তিনি আগামী সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে প্রার্থী হতে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। প্রথমে নিজ এলাকা দক্ষিণ সুরমার তেলিরাই থেকে জনবান্ধব কর্মসূচি শুরু করেছেন।

সিলেট ৩ আসনের মানুষের জন্য নিজ তহবিল থেকে অকাতরে সহযোগিতা করে চলেছেন ।

দরিদ্র অসহায় মানুষ ছাড়াও ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়নে স্কুল-কলেজে কম্পিউটার ল্যাব, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা, ক্রীড়া কর্মে অংশগ্রহন সহ নানা ভাবে আর্থিক সহযোগিতা করে চলছেন তিনি।

মো: সবুর হোসেন গত মাসের ১৯ তারিখ থেকে বন্যা দুগর্তদের মাঝে ত্রান বিতরন অব্যাহত রেখেছেন। হাজী মোঃ মৌলুল হোসেন কল্যান ট্রাস্ট তেলিরাই এর পক্ষ থেকে বন্যা দুগর্ত দের মাঝে মকন হাই স্কুলে আশ্রয় কেন্দ্র ,হামিদা খাতুন স্কুলে আশ্রয় কেন্দ্রে , স্পোর্ট গার্ডেন ইনডোরে আশ্রয় কেন্দ্রসহ গোটা এলাকাজুড়ে ৫ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী  বিতরন করেছেন। 

একান্ত আলাপচারিতায় যুক্তরাজ্য প্রবাসী হাজী মৌলুল ট্রাস্ট-এর চেয়ারম্যান মোঃ সবুর হোসেন বলেন, আমি আমার নিজ এলাকার হতদরিদ্র-অসহায় মানুষদের জন্য কিছু করতে চাই।

অনেকের অনেক চাওয়া থাকে কিন্তু আমার কোন চাওয়া নেই কোন বিনিময় এর আশা নেই, সুযোগ পেলেই ছুটে চলে আসি নিজ গ্রামে। আমার নিজ উপার্জনের একটা অংশের মালিক এই জনপদের গরীব দুঃখী মানুষগুলো, তাদের চাওয়া পাওয়া সবার আগে আমার কাছে।

আমার মনের মধ্যে যখনই এই সব গরীব দুঃখী মানুষগুলোর মুখের ছবি চলে আসে তখনই ছুটে চলে আাসি তাদের সাহায্যার্থে কিছু করার জন্য, সারা জীবন আমি এভাবে এই জনপদের গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে এভাবেই নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই।

তিনি বলেন, আমি আমার এলাকার উন্নয়নের জন্য আজীবন কাজ করে যেতে চাই। তিনি বলেন দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ-এ এখানকার মানুষের কর্মসংস্থান হবে।

এতে এলাকা উন্নত হবে যেমন, তেমনি বেকার ভাই-বোনদের কর্মসংস্থান হবে। তিনি আরো বলেন, আমাদের কাছে আপনাদের অধিকার আছে। এটা আপনাদের হক।

আর আমিও আপনাদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ বলেন, সবুর হোসেনের কোন চাওয়া-পাওয়া নেই। তিনি মানুষের জন্য কিছু করতে চান।

কোথাও কোন সমস্যার সৃষ্টি হলে তিনি জানলেই দ্রুততার সাথে সমাধানের চেষ্টা করেন । এমন মহৎ উদার মন মানষিকতার মানুষ খুবই কম দেখা যায়।

তার মতো মানবিক গুনাবলী সম্পন্ন মানুষের প্রয়োজন। তাই সিলেট ৩ আসনে(দক্ষিন সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ) সাধারন মানুষ সবুর হোসেনকে প্রার্থী হিসেবে দেখতে চান। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ