বৃহস্পতিবার, জুন ১২, ২০ ২৫
বিজ্ঞপ্তি::
৬ এপ্রিল ২০ ২৪
১০ :৪৫ অপরাহ্ণ

শেরপুর জামে মসজিদ কমিটি ও শেরপুর উদ্দীপ্ত যুব সংঘের উদ্যোগে সংবর্ধনা

শেরপুর জামে মসজিদ কমিটি ও শেরপুর উদ্দীপ্ত যুব সংঘের উদ্যোগে শেরপুর গ্রামের আলোকিত সন্তান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ছালিকুর রহমান চৌধুরী, তাঁর জৈষ্ঠ্য পুত্র ড. ফাহিম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ কে ৬ এপ্রিল ২০২৪ বাদ জোহর সম্মাননা জানানো হয়।‌


শেরপুর উদ্দীপ্ত যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ছালিকুর রহমান চৌধুরী, প্রবীণ বিশিষ্ট মুরব্বি মাওলানা জহুরুল ইসলাম চৌধুরী মানিক মিয়া, ড. ফাহিম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে গ্রামের আলোকিত তিনজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় বক্তারা শেরপুর জামে মসজিদের মিনার, গম্বুজসহ অসমাপ্ত কাজ দ্রুত শুরু করার পরামর্শ দেন। বক্তারা তাঁদের স্ব স্ব অবস্থান থেকে মসজিদের কাজে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

তাঁরা দেশ বিদেশে থাকা শেরপুর গ্রামের সকলকে পুনরায় সহযোগিতা করতে অনুরোধ করেন। মসজিদ কমিটির সদস্যরা জানান শেরপুর জামে মসজিদ পুনঃনির্মাণে এখন পর্যন্ত প্রায় ৭০ লক্ষ তদুর্ধ্ব টাকা খরচ হয়েছে।

অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আরো ১৫ লক্ষ টাকার প্রয়োজন। তাঁরা মসজিদের কাজে দেশ বিদেশের পরিচিত অপরিচিত সকল দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। সভাশেষে মসজিদের পেশ ইমাম মোনাজাত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ