বুধবার, মার্চ ২৬, ২০ ২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৩ ফেব্রুয়ারী ২০ ২৫
১১:৫২ পূর্বাহ্ণ

শাহ আরফিন টিলায় অভি.যান

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক সংলগ্নে ক্রাশার মেশিন ও শাহ আরফিন টিলায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সিলেট পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, সিলেট ও সড়ক ও জনপথ বিভাগ।

এসময় শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৭ টি শ্যালো মেশিন অকেজো করে পুড়িয়ে দেয়া হয় এবং সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক সংলগ্নে অবৈধ ৬টি স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১১ থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার আজিজুন্নাহার।

সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত, সিলেট পরিবেশ অধিদপ্তর , উপজেলা ও সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে থানাপুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবুল হাসনাত জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত স্যালো মেশিন ধ্বংস ও মহাসড়কের অবৈধ গাড়ি পার্কিং, বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ