শনিবার, জানুয়ারী ১৮, ২০ ২৫
জকিগঞ্জ প্রতিনিধি::
৫ নভেম্বর ২০ ২৪
১০ :৪৮ অপরাহ্ণ

জকিগঞ্জে ফ্লেমস আইএলটিএস সেন্টারের উদ্বোধন

জকিগঞ্জে ফ্লেমস আইএলটিএস সেন্টারের শাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২টায় জকিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সোনার বাংলা কনফারেন্স হলে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্টানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মোঃ ইয়াহইয়া আহমদ এবং নাতে রাসুল (স) পরিবেশন করেন রিয়াদুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল বাতিন।

ফ্লেমস জকিগঞ্জের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও নাদিম আহমদের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাবেক সভাপতি বজলুর রহমান মিলু, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাংবাদিক এনামুল হক মুন্না, মাওলানা ওহিদ উদ্দিন আহমদ, Flames education এর শিক্ষক ফুয়াদ আহমদ, ইফতি আহমদ, জিসান আহমদ, ইমন আহমদ, কাওছার আহমদ, নাদিম আহমদ, ইউসুফ আহমদ , মনির আহমদ, অমিত , জুবায়ের আহমদ, জাকারিয়া তালুকদার শুভ ও শায়েক আহমদ।

সভায় বক্তারা বলেন, জকিগঞ্জের শিক্ষার্থীদের বিদেশে উচ্চতর শিক্ষাগ্রহণকে সহজতর করতে ফ্লেমস জকিগঞ্জ কাজ করবে। শুধুমাত্র ব্যবসায়িক চিন্তা না করে শিক্ষার্থীদের সহযোগী হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা শুরু।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ