৭:৪৮ অপরাহ্ণ
জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রীর বিজয় নিশ্চিতের লক্ষ্যে সভা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ আসনে আ.লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এমএ মান্নানের বিজয় নিশ্চিতের লক্ষ্যে জগন্নাথপুরে আ.লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায় ও সাবেক সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সহ-সভাপতি মন্ত্রীপুত্র সাহদাত মান্নান অভি।
বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ.লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সদস্য আকমল খান, তৌরিছ আলী মাস্টার, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারণ সম্পাদক বশির আহমদ, যুগ্ম-সম্পাদক আলাল হোসেন রানা, সুহিন আহমদ দুদু, পাটলি ইউনিয়ন আ.লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী আবদুল গফুর, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া মেম্বার, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবদুস ছত্তার, সাাধারণ সম্পাদক ও আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.আইয়ূব খান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, পৌর আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হাই, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাবেক পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শায়েক আহমদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজা জিম্মাদার প্রমূখ।