৬:১৭ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বাধীনতা দিবস অনুষ্টান পন্ড: আহত-৪, নিহত-১
সুনামগঞ্জের জগনাথপুর থানাধীন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর অন্তর্গত খাশিলা প্রাথমিক বিদ্যালয়ের এর দক্ষিণ পার্শ্বের মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্টানে হামলার ঘটনা ঘটেছে।
এতে আঙ্গুর মিয়া নামক একজন পথচারী মৃত্যু বরণ করেছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
স্থানীয় আওয়ামীলীগ এর নেতাকর্মীদের সাথে যোগাযোগ করিলে তারা জানায় যে, বিএনপি নেতা গোলাম রব্বানী, আব্দুল গফুর, ইকবাল হুসেন জামিল, সাজিদ হুসেন সাংস্কৃতিক অনুষ্টান এর অন্তরালে সরকার বিরোধী স্লোগান ও গান বাজনা করিলে স্থানীয় জনগণ তাদের কে এইরকম আচরণ করতে বারণ করিলে তারা উপস্থিত জনগণের উপর হামলা গুলি বর্ষন করে।
যার ফলে জনৈক আঙ্গুর মিয়া মৃত্যুবরন করেন ও আওয়ামীলীগ নেতা আয়নাল আহমেদ গুরুতর আঘাত প্রাপ্ত হন।
এদিকে বিএনপি নেতা কর্মীদের সাথে যোগাযোগ করিলে তারা দাবী করেন যে, আওয়ামীলীগ তাদের সাংস্কৃতিক অনুষ্টান এ উপস্থিত হইয়া আকস্মিক হামলা ও গুলাগুলি করিলে তারা প্রাণ রক্ষার্থে বিভিন্ন দিকে পালিয়ে যান, কিন্তু একজন ছাত্রদল নেতা ইকবাল হুসেন জামিল গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম প্রাপ্ত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থম্থমে বিরাজ করছে, পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।