সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
৩০ জুলাই ২০ ২৪
৫:০ ৬ অপরাহ্ণ

দুর্বৃত্তদের হামলায় ঘর ছাড়া সুশীল নাথের পরিবার

গত বুধবার (২৪ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটায়। হামলার পর থেকেই সুশীল তার স্ত্রী সন্তানদের নিয়ে ঘরছাড়া রয়েছেন। অভিযোগ রয়েছে হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নিতে সুশীল নাথকে মুঠোফোনে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়ে আসছে দুর্বৃত্তরা।

এই ভয়ে ওসমানী হাসপাতাল থেকেই স্ত্রী সন্তান নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান সুশীল। ঘটনার প্রায় ছয় দিন অতিবাহিত হতে চললেও,প্রাণনাশের শঙ্কায় এখনো ঘরে ফিরতে পারেনি পরিবারটি। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী সুশীল চন্দ্রনাথ দীর্ঘদিন ধরেই সিলেটের দক্ষিণ সুরমার রায়ের গ্রামে (সিসিকের ২৯ নং ওয়ার্ড) স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত সন্ত্রাসীদের সাথে সুশীলের বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল।

ন্যায্য মূল্য না দিয়েই জোরপূর্বক কম দামে সন্ত্রাসীরা তার বসতবাড়ির সামনের অংশটি বিক্রি করে দিতে চাপ দেয়। তিনি সন্ত্রাসীদের এমন প্রস্তাবে রাজি না হয়ে তাদের বাধা দেয়ার কারণে এই হামলার ঘটনা ঘটায় তারা। জানা গেছে, যারা এই হামলা চালিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী।

এরা চাঁদাবাজি, ভূমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। চাঞ্চল্যকর এই ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন অপরাধী শনাক্ত হয় নি। তবে পুলিশ বলছে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আলামত সংগ্রহ করেছে তারা। কিন্তু এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না পাওয়া এবং স্থানীয়রা মুখ না খোলার কারণে অপরাধীদের শনাক্ত করা ও আটকে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে। তবে সুশীল নাথের পরিবারকে ঘরে ফিরতে এবং জান-মালের নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করে পুলিশ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ