বৃহস্পতিবার, জুন ১২, ২০ ২৫
স্টাফ রিপোর্টার::
১৯ মার্চ ২০ ১৩
১০ :১৫ অপরাহ্ণ

ছাত্রলদল নেতা রাহেল আহমদের বিরুদ্ধে অপহরণের মামলা

 স্টাফ রিপোর্টার :: সিলেটের নয়াসড়কের বাসিন্দা ছাত্রদল নেতা রাহেল আহমদের বিরুদ্ধে এক ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

ভোক্তভোগী ইমা বেগমের ভাই সুফিয়ান আহমদ বাদী হয়ে সিলেটের কোতোয়ালী মডেল থানায় এই মামলা করেন। মামলা নং- ২০, তাং- ১৮/০৩/২০১৩ইং।

ছাত্রদল নেতা রাহেল আহমদ সিলেট মহানগর ছাত্রদলের সদস্য। তিনি নগরীর নয়াসড়কের বাসিন্দা সুজু মিয়ার ছেলে।

মামলা থেকে জানা গেছে, কলেজ ছাত্রী ইমা বেগমের সাথে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক হয় ছাত্রদল নেতা রাহেল আহমদের। ইমা বেগম কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত। কিন্তু তার প্রেমের প্রস্তাবে রাজি হননি ইমা বেগম।

এ কারণে আরো ক্ষেপে যান ছাত্রদল নেতা রাহেল। গত ১৮ মার্চ ইমা বেগম নগরীর লাকড়ীপাড়াস্থ শিবগঞ্জের রংধনু-২০ নম্বর খালার বাসায় বেড়াতে যান ইমা বেগম।

ঐদিন বিকেল সাড়ে ৩টায় খালা ও খালুর সাথে মার্কেটে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সিএনজি অটোরিক্সার জন্য অপেক্ষা করেন।

এসময় হঠাৎ করে ছাত্রদল নেতা রাহেল ও তার সহযোগীরা ইমা বেগমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

সিলেটের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ নাসির উদ্দিন মোহাম্মদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ