৭:৫৭ অপরাহ্ণ
প্রধান কার্যালয়ে বদলী উপলক্ষে অতিরিক্ত পরিচালক সাইফুল আলম'কে সংবর্ধনা
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুল আলম এর প্রধান কার্যালয়ের ডিবিআই-১ এ বদলী উপলক্ষে এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ (৮ ফেব্রুয়ারি ) বিকালে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সুপারভিশন) মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (প্রশাসন) খালেদ আহমদ।
এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্মপরিচালক সিতাংশু শেখর রায় এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক কালিপদ রায়, মোঃ জাবেদ আহমদ, মোঃ আব্দুল হাফিজ, মোঃ ইকবাল হাসান, উপ-পরিচালক আলিফ আল নাঈম ভূঁইয়া, কেয়া চন্দ, সহকারী পরিচালক অনিরুদ্ধ দেব রায় প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই অনুষ্ঠানে বিভাগের নতুন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক সুভাষ চন্দ্র আচার্য্য কে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।