২:১৮ অপরাহ্ণ

সভাপতি সাজিদ, সম্পাদক সাকিব
সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অফ এইয়াইসিএইচি'র কমিটি গঠন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অ্যামেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এআইসিএইচই) এর 'শাবি স্টুডেন্ট চ্যাপ্টার 'সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই'র ৩য় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে স্টুডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী মো. সাজিদুল হক এবং স্টুডেন্ট সেক্রেটারি হিসেবে একই বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ সাকিবুল ইসলাম মনোনীত হয়েছেন।
সোমবার (২৯ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেন কমিটির নতুন সভাপতি মো. সাজিদুল হক।
কমিটিতে স্টুডেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দীপান্বিতা পাল দিপা, স্টুডেন্ট ট্রেজারার হিসেবে কুন্তল শর্মা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডাইরেক্টর হিসেবে জয়ী সাহা, সহকারী ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে আজহার উদ্দিন শিহাব, মো. শাহাদাত হোসেন, ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এস. এম. শাফকাতুল ইসলাম , সহকারী ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল ডিরেক্টর সাবরিনা সুলতানা, নুশরাত জাহান উর্মি, কম্পিটিশন ডিরেক্টর ফারিহা হোসাইন , সহকারী কম্পিটিশন ডিরেক্টর হিসেবে কিরণ হাওলাদার, রাফিদ উল ইসলাম, আউটরিচ ডিরেক্টর আব্দুল্লাহ আল নোমান, অ্যাসিস্টেন্ট আউটরিচ ডিরেক্টর স্বপ্নীল বড়ুয়া, রাশিদ আবরার, ফান্ড রেইজিং ডিরেক্টর সাদমান সাকিব আসিফ, সহকারী ফান্ড রেইজিং ডিরেক্টর মো. মাঈনুল হোসেন মনোনীত হয়েছেন।
এছাড়া, পদাধিকার বলে সিইপি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. তামেজ উদ্দীন স্টুডেন্ট চ্যাপ্টারের চেয়ার এবং বিভাগের অধ্যাপক ড. সাইফুল আলম আমিন এডভাইসর হিসেবে মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, যে ২০২১ সালের ৭ জুলাই অ্যামেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এআইসিএইচই) এর সদস্য পদ (শাবি স্টুডেন্ট চ্যাপ্টার) অর্জন করেছে শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ।