শনিবার, এপ্রিল ২৭, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
১৫ ডিসেম্বর ২০ ২৩
৪:১১ অপরাহ্ণ

সাইক্লোনের কবিতা পাঠের আসর
সিলেটের নিসর্গ ও উদার মানবিক-মনোরম পরিবেশ কাব্যচর্চার জন্য অত্যন্ত অনুকুল:কবি মোফাজ্জল করিম

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, সাবেক হাই কমিশনার ও অবসরপ্রাপ্ত সচিব মোফাজ্জল করিম বলেছেন, সিলেটের নিসর্গ ও উদার মানবিক-মনোরম পরিবেশ লেখালেখি বিশেষ করে কাব্যচর্চার জন্য অত্যন্ত অনুকুল।

এজন্যে সিলেটে আমার অধ্যাপনার দিনগুলোতে অনেকগুলো কবিতার জন্ম দিতে পেরেছিলাম। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের শিক্ষকতার দিনগুলো আমার জীবনের সবচেয়ে সোনালি দিন। দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সপ্তদশ কেমুসাস বইমেলার মঞ্চে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২৬৯তম সাহিত্য অনুষ্ঠানে আয়োজিত কবিতা পাঠের আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইক্লোনের সাবেক সভাপতি গল্পকার সেলিম আউয়ালের সভাপতিত্বে গত বুধবার (১৩. ১২. ২০২৩) রাতে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জামাল আহমদ। সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আসরে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সদ্যপ্রাক্তন সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ এবং উপস্থিত কবি-সাহিত্যিকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন কবি তাসনিয়া আহমদ লিলি। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বাচিকশিল্পী কবি সালেহ আহমদ খসরু, কবি মামুন সুলতান, কবি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক আমিনুল ইসলাম, কবি শাহেদ আবদুর রকিব, কবি অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না, কবি ইশরাক জাহান জেলি, কবি সরওয়ার ফারুকী, কবি অধ্যক্ষ সেনুয়ারা আক্তার চিনু, গাজী দেওয়ান আবদুল কুদ্দুস শমসাদ, এডভোকেট কবি আশালতা, কবি-প্রকাশক আজিজ ইবনে গণি, কবি আবদুল বাসিত, কবি লোকমান হেকিম, কবি শিপারা শিপা, কবি নাসরিন সুলতানা, সাহিত্যকর্মী কয়েস আহমদ সাগর, কবি সাজ্জাদ আহমদ সাজু, কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি কাশফা রাজ্জাক চৌধুরী, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল, কবি কামাল আহমদ, কবি আমিনা খানম গান পরিবেশন করেন সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার ও কবি বিমান বিহারী বিশ^াস।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ