বুধবার, এপ্রিল ২৪, ২০ ২৪
জাবেদ তালুকদার, নবীগঞ্জ::
১২ জানুয়ারী ২০ ২১
৯:১৮ অপরাহ্ণ

নবীগঞ্জে নির্মাণাধীন পাকা দেয়াল ভেঙ্গে ফেলেছে প্রতিপক্ষের লোকজন

 নবীগঞ্জে কথাকাটাটির জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে নির্মাণাধীন পাকা দেয়াল ভেঙ্গে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গতকাল রাতে নবীগঞ্জ থানার এস আই আব্দুল ওয়াদুদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের মৃত আতিক উল্লার ছেলে মৃত সুন্দর আলী ও সুলেমান আলীর নিজ নামীয় জায়গায় বাড়ির সুরক্ষার জন্য পাকা দেয়াল নির্মাণের কাজ শুরু করেন সুলেমান আলীর ছেলে মোঃ রেজাউল কবির।

কাজ প্রায় শেষ হওয়ার মুহূর্তে একই গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে ওয়াসকুরুনী মিয়া তার লোকজন নিয়ে পাকা দেয়াল নির্মাণে বাধা দিয়ে অকথ্য ভাষায় সুলেমান আলী ও বাড়ির লোকজনকে গালিগালাজ করে। এমনকি ওই জায়গায় আর একটা ইট দিয়ে পাকা করণ কাজ শুরু করলে তাদের প্রানে হত্যার হুমকি দেয় তারা।

এর প্রতিবাদ করতে গিয়ে সুলেমান আলীর ছেলে মোঃ রেজাউল কবিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওয়াসকুরুনী মিয়ার নেতৃত্বে দেশিও অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়ে নির্মাণার্ধীন দেয়াল ভেঙ্গে ফেলেন এই গ্রামের আব্দুল আলীর ছেলে উমর আলী, তার ভাই ইকরাম আলী, মজর আলী, তার চাচাতো ভাই মৃত আব্দুল ছত্তারের পুত্র আবু বকর, আক্কাস আলী, হায়দার আলী। নির্মাণার্ধীন দেয়াল ভেঙ্গে তারা সুন্দর আলী ও সুলেমান আলীর বাড়ী ঘর ঘেড়াও করে রাখে। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান মোঃ রেজাউল কবির।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ