রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০ ২৫
বিজ্ঞপ্তি::
১৫ মে ২০ ২৪
৫:৩৫ অপরাহ্ণ

মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় মঙ্গলবার (১৪ মে) বিকালে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী (শিপু), ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (মনা), ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ৪নং কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, ৫নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা, বিশিষ্ট ব্যবসায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড ও যুক্তরাজ্যের সাবেক ফুটবলার হাজী আনোয়ার মিয়া।

এছাড়া জাতীয় ফুটবল রেফারি আনোয়ার হোসেন সাজুসহ অসংখ্য ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিস, সিলেটের ব্যবস্থাপনায় খেলোয়াড়দের মাঝে জার্সিসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ