১১:৩৫ অপরাহ্ণ
পেট্রোল পাম্পে হামলার প্রতিবাদে সিলেটে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা
সিলেটের শাহপরান পীরের বাজারে মেসার্স আর রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজীর প্রতিবাদে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গত ৩০ মে মঙ্গলাবাজার সকালে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন যমুনা ডিপোর সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক রোমান হোসেন, প্রচার সম্পাদক গোলাপ খান, লাইন সম্পাদক নুরুল হুদা রুবেল, কার্যকরী সদস্য ইমান আলী, আলমগীর হোসেন প্রমুখ। এছাড়াও শ্রমিক নেতা ইউনুস মিয়া, মোশাররফ আহমদ, চেরাগ আলী, আব্দুল কাদির, বাবলা আহমদ তালুকদার, জাকির, মুজিব সহ অসংখ্য শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা মেসার্স আর রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজীর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, অনতিবিলম্বে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। বক্তরা বলেন, হযরত শাহপরান রহঃ থানার অফিস ইনচার্জ এর অবহেলার কারণে সন্ত্রাসীরা পেট্রোল পাম্পে হামলা করেছে।
অবহেলাকারী এই ওসি’র প্রত্যাহারের দাবী জানান বিক্ষুব্ধ শ্রমিকগণ। বক্তারা ৫ দফা দাবী জানিয়ে বলেন, সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হলে আগামী ৪ জুন রবিবার থেকে সিলেট বিভাগে পেট্রোল পাম্প, ট্যাঙ্কলরী মালিক ও শ্রমিকবৃন্দ অনির্দিষ্ট কালের ধর্মঘট শুরু করবেন।
পেট্রোল পাম্পে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৩১ মে বুধবার বেলা ১১টায় সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমা চন্ডিপুলে জমায়েত হয়ে ট্যাঙ্কলরী যোগে র্যালী সহকারে সিলেটের জেলা প্রশাসক বরাবরে ৫ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে।