বুধবার, মার্চ ২৬, ২০ ২৫
জকিগঞ্জ প্রতিনিধি ::
২৫ মে ২০ ২৪
৯:২৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক সম্মেলনে জকিগঞ্জের নুরুল আমিন রনির সাফল্য

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হয়েছে এডভান্সড কৃষি গবেষণা শীর্ষক দুই দিনব্যপী (২৩-২৪ মে) আন্তর্জাতিক সম্মেলন।

সম্মেলনে আমেরিকা, জাপান, ইতালী, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, ভারত, চায়না, কেনিয়া, নেপাল ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪৫টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষক, গবেষক ও বিজ্ঞানীরা অংশগ্রহণ করেছেন।

এতে জকিগঞ্জের নুরুল আমিন রনি অংশগ্রহন করে সেরা প্রেজেন্টার অ্যাওয়ার্ড ( ভেটেরিনারি, বায়োমেডিকেল সায়েন্স, বায়োটেকনোলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স ক্যাটাগরি ) জিতেছেন। সে জকিগঞ্জের ইলাবাজ হাজারীচক গ্রামের ব্যবসায়ী হাজী মো. এস আলম ও ফারহানা বেগমের কনিষ্ঠ পুত্র। তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা জন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ